ফটিকছড়ির বন্যার্তদের পাশে ত্রান সহায়তায় JCI Chittagong
চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে ত্রান সহায়তায় জেসিআই চিটাগং ২৪ আগস্ট, ২০২৪ তারিখে ফটিকছড়ি অবস্থান করে। এত স্বল্প সময়ের মধ্যে এই উদ্যোগ সফলভাবে সম্পাদন করা একটা চ্যালেঞ্জ ছিলো। শুক্রবারে বাজার, প্যাকেজিং, স্থান নির্ধারণ, বোট নিয়ে গন্তব্যে পৌছানো এবং সুস্থভাবে ফিরে আসা প্রতিটি ধাপ ছিলো বেশ দুঃসাধ্য। আলহামদুলিল্লাহ জে সি আই চিটাগং এর এক্টিভ মেম্বারদের নিদারুণ পরিশ্রম ও “অগ্রগ্রাহী” এর ভলান্টিয়ারদের সহযোগিতায় আজ আমরা প্রথম ধাপে প্রায় ৬০০ পরিবার এর মাঝে শুকনো খাবার বিতরণ করেছি এবং যতদিন সামর্থ্য থাকবে ইনশা আল্লাহ আমাদের এই প্রচেষ্টা চলমান রাখবো। দেশের এমন কঠিন পরিস্থিতিতে জেসিআই চিটাগং এইভাবে সর্বদা সহযোগিতায় থাকবে।
স্থান : সুয়াবিল ইউনিয়ন,
ফটিকছড়ি, চট্টগ্রাম