সাম্প্রতিক বন্যায় দুর্বিষহ হয়ে উঠেছে বাংলাদেশ
সাম্প্রতিক বন্যায় দুর্বিষহ হয়ে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জনজীবন। জেসিআই চট্টগ্রাম বন্যা পরিস্থিতির প্রাথমিক অবস্থা থেকে আজ অবধি অত্যন্ত তৎপরতার সাথে ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছে। ১ম ধাপে ফটিকছড়ি উপজেলার ৬০০ পরিবারের পাশে দাঁড়ানোর পর, ২য় ধাপে জেসিআই চট্টগ্রাম এবার সহায়তার হাত বাড়িয়েছে মিরসরাই উপজেলায় ৩০০ পরিবারের প্রতি। উপজেলা নির্বাহী অফিসার (UNO) এর দপ্তরে নিম্নোক্ত ত্রাণ সামগ্রী হস্তান্তরের মাধ্যমে তারা সুষ্ঠু বিতরণ নিশ্চিত করে।
১. নিত্য প্রয়োজনীয় দ্রব্য – চাল, ডাল, তেল।
২. সুপেয় পানি ও বিস্কিট।
৩. পানিবাহিত রোগ প্রতিরোধী ঔষধ, স্যালাইন ও গ্লুকোজ।
৪. ছোট শিশুদের জন্য ডায়পার।
৫. স্যানিটারি ন্যাপকিন।
বন্যাদূর্গত পরিবারগুলোর পুনর্বাসন প্রক্রিয়াতেও জেসিআই চট্টগ্রামের কার্যক্রম অব্যাহত থাকবে।